লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সেবাগ্রহীতারা সেবা নিতে এসে দাড়াতে হবেনা লাইনে, সময় কাটাতে পারবে বইয়ের সাথে, এমন চিন্তা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে।.
.
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।.
.
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সনাকে'র সাবেক সভাপতি জেডএম ফারুকী, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আব্দুর রব খাঁন প্রমুখ।.
.
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, মানুষ এবং জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের জন্য বই পড়ার বিকল্প নেই, বইয়েরসঙ্গে আমাদের সকল শ্রেণীর পাঠকদের একাত্ত করে তোলার জন্য, তাদেরকে সংযুক্ত করার জন্য আমরা এই পাঠাগারগুলো গড়ে তুলেছি “তথ্যসমৃদ্ধ বই দিয়ে এই লাইব্রেরিটি সুন্দরভাবে সাজানো হয়েছে। সদর উপজেলাবাসী সেবা নিতে এসে লাইব্রেরীতে বসে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। বই পড়ার মাধ্যমে তারা আনন্দের পাশাপাশি জ্ঞানের খোরাকও পাবে।”. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: